Site icon Jamuna Television

সমাবর্তনসহ শিক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন

বৈষম্য দূর ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষে সমাবর্তনসহ শিক্ষা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ।

সকালে শাহবাগে আয়োজিত এক মানববন্ধনে ৫ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, সমাবর্তন শিক্ষার্থীদের জন্য শিক্ষা পরবর্তী সবচেয়ে বড় উপহার। প্রতিষ্ঠার ২৮ বছরেও সফলতার সাথে কোনো সমাবর্তন আয়োজন করতে পারেনি উল্লেখ করে প্রতিবছর নিয়মতান্ত্রিকভাবে সমাবর্তন আয়োজনের দাবি জানান শিক্ষার্থীরা। তাছাড়া কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায় বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।

Exit mobile version