Site icon Jamuna Television

চীনে থাকা কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত নয়: চীনা রাষ্ট্রদূত

চীনে অবস্থানরত কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত নয় এমনটাই জানালেন চীনা রাষ্ট্রদূত। আজ বৃহস্পতিবার বিকেলে বারিধারার চাইনিজ অ্যাম্বেসিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত বলেন, সার্স এবং ইবোলা ভাইরাসে মৃত্যু হার বেশি থাকলেও করোনাভাইরাসে সেই হার অনেক কম। শুধু করোনাভাইরাসেই নয়, স্বাভাবিকভাবেও অনেকে মারা যাচ্ছে। আমরা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা নিতে হবে। শঙ্কা নয় সচেতনতা দরকার। মানুষকে বুঝতে হবে কোনটা গুজব কোনটা সত্যি।

রাষ্ট্রদূত বলেন, চীনের প্রত্যেকটি বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। উহানে থাকা শিক্ষার্থীদের খোঁজ রাখছে সরকার। করোনাভাইরাসের কারণে চীন-বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এর প্রমাণ এখনো দুই দেশের ভ্রমণ কিংবা বাণিজ্যে কোনো নিষেধাজ্ঞা আসেনি।

Exit mobile version