Site icon Jamuna Television

ছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

ছাগলে খেয়েছে ক্ষেতের গাছ। আর তাতেই দু’পক্ষের বিবাদ। সেটি একসময় সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে সবুজ নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মুরারীদহ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার লালিম ক্ষেতের কিছু গাছ খায় একই এলাকার মজিদের ছাগলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে গ্রাম্যভাবে মিমাংসা হলেও বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সবুজসহ ৪ জন আহত হয়। আহতের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সবুজ হোসেন মারা যায়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version