Site icon Jamuna Television

বার্সেলোনার ক্রীড়া পরিচালকের উপড়ে চটেছেন মেসি

বার্সেলোনার বেশ কয়েকজন ফুটবলার সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দেকে নিয়ে খুশি ছিলো না। ক্লাবটির ক্রীড়া পরিচালক এরিক আবেদালের এমন মন্তব্যে চটেছেন লিওনেল মেসি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দেয়া এক পোস্টে এরিক আবিদালের মন্তব্যে বিরক্তি প্রকাশ করেন এই আর্জেন্টাইন তারকা।

তার দাবি, খেলোয়াড়দের নিয়ে যখন বলা হয়েছে, তখন নাম ধরে বলা উচিত। আর তা না হলে মিথ্যা ছড়ানোর সুযোগও থাকে।

এদিকে স্প্যানিশ গণমাধ্যমের দাবি, এই ঘটনায় বার্সেলোনা ছাড়তে পারেন মেসি। কারণ চুক্তি অনুযায়ী মৌসুম শেষে বিনা মুল্যেই বার্সা ছাড়তে পারেন এলএম টেন। সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটি হতে পারে তার পরবর্তী গন্তব্য।

তবে স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও স্পোর্তেকে দেয়া বিতর্কিত সাক্ষাৎকারের কারণে চাকরি হারানোর ঝুঁকিতে আছেন ক্রীড়া পরিচালক এরিক আবেদাল।

Exit mobile version