Site icon Jamuna Television

রাওয়ালপিন্ডি টেস্টে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ১১টায়।

টেস্টের আগে আজই প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ। একমাত্র সেশন শেষে কাল টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা।

রাওয়ালপিন্ডি টেস্টে সাঁত স্পেশালিস্ট ব্যাটসম্যান আর চার বোলার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তামিমের সাথে ওপেনিং করবেন সাইফ হাসান। তিন নম্বরে নাজমুল শান্ত, চারে মুমিনুল হক, আর পরের তিন অবস্থানে মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস। দলের চার বোলিং স্পটে দুই পেসার এবাদত ও আবু জায়েদের জায়গা নিশ্চিত।

তৃতীয় পেসার খেললে জায়গা পাবার লড়াই হবে রুবেল আর আল আমিনের মধ্যে। আর দু স্পিনার তাইজুল ও নাঈম হাসানও জায়গা পেতে পারেন একাদশে।

Exit mobile version