Site icon Jamuna Television

সাকিবকে নিয়ে গল্প লিখলো কন্যা আলাইনা

সাকিবকে নিয়ে ছবি আর গল্প লিখলেন কন্যা আলাইনা। উচ্ছাসিত হয়ে তা নিজের ইন্টাগ্রামে শেয়ারও করলেন বাংলাদেশের ক্রিকেট আইকন সাকিব আল হাসান।

বিদ্যালয়ে বাবাকে নিয়ে আকা সেই ছবি ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছে সাকিব ভক্তদের।

আলাইনার আঁকা ছবিতে দেখা যায় নীল ও লাল রঙ দিয়ে নিজের মতো করে রাঙিয়েছে সাদা ক্যানভাস। সেই ক্যানভাস আবার একটি গল্পও বলছে। গল্পের নাম ‘আমার বাবা’।

গল্পে আলাইনা লিখেছে, ‘আমি পানিতে সাঁতার কাটছিলাম। খুব মজা হচ্ছিল। কিন্তু যখন গভীর পানিতে গেলাম, তখন খুব ভয় করছিল। আমি অনেক গভীরে ডুবে গেলাম। খুব ভয় পাচ্ছিলাম। আমার বাবা আমাকে সাহায্য করল। আমি তাঁকে ভালোবাসি। আমার খুব আনন্দ হয়েছিল।’

ইন্সটাগ্রামে মেয়ের এই শিল্পকর্ম দেখিয়ে সাকিব লিখেছেন, আমি খুব উচ্ছাসিত আমার কন্যাকে নিয়ে। সে তার স্কুলে আমার জন্য একটি ছবি একেছে, সেই সাথে আমার জন্য একটি গল্পও লিখেছে।

Exit mobile version