Site icon Jamuna Television

এবার অস্ত্র রপ্তানি করবে ভারত!

অস্ত্র আমাদানি নয় বরং এখন থেকে অস্ত্র রপ্তানি করবে ভারত। এমনটাই ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার দেশটির সামরিক প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এ ঘোষণা দেন মোদি।

মোদি বলেন, ভারত ইতিমধ্যে আর্টিলারি গান, এয়ারক্রাফট এবং সাবমেরিন তৈরি করছে যা আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান ইতিমধ্যে শক্তিশালী করেছে৷ আমাদের আগামী দিনের লক্ষ হচ্ছে অস্র রপ্তানি পাঁচ বিলিয়ন ডলারে উন্নিত করা।

উত্তর প্রদেশের লাখনৌতে অনুষ্ঠিত এ সামরিক প্রদর্শনীতে প্রায় এক হাজার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে ১৭২টি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে৷

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয়৷ অর্থাৎ সৌদি আরবের পরেই ভারতের অবস্থান৷ বিশ্বের মোট অস্ত্রের ১০ ভাগ আমদানি করে দেশটি৷

Exit mobile version