Site icon Jamuna Television

টঙ্গীতে পাথর বোঝাই ট্রাকে ফেন্সিডিল সহ আটক তিন

গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ

গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় পাথর বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীতে একটি ট্রাককে ধাওয়া করে পাথর বোঝাই মালবাহী ট্রাকটি আটক করে তল্লাসি চালিয়ে মাদক সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তাদের নামে ইতিপূর্বে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মাদক মামলা আছে বলে জানায় র‌্যাব। আটককৃতরা

মাদক ব্যবসায়ীরা হলেন, মো. আকবর আলী, মো. আকাশ শেখ ও আব্দুল মুমিন। তাদের সকলের বাড়ি দিনাজপুর হিলি হাকিমপুরে।

পরে, উদ্ধারকৃত ফেন্সিডিল ও পাথর বোঝাই মালবাহী ট্রাকটি র‌্যাব-১০ নিয়ে যায় ও ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানায় র‌্যাব।

Exit mobile version