Site icon Jamuna Television

জুনিয়র টাইগারদের সাফল্যে মুশফিকের উচ্ছাস

প্রথমবারের মতো আইসিসির কোন টুর্নামেন্টের ফাইনালে উঠলো বাংলাদেশ। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে টাইগাররা।

এরপরই ফেসবুকে ইতিমধ্যে দুইটি ভিন্ন পোস্টে আকবর আলী, মাহমুদুল হাসানদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

বাংলাদেশের ইনিংসের সময় মাহমুদুল হাসানের পরই সেই সেঞ্চুরির ভিডিও পোস্ট করে মুশফিক লিখেন, ‘আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। অনেক অভিনন্দন ভাই। শান্ত থাক। আরও একটি বড় ধাপ পাড়ি দিতে হবে জুনিয়র টাইগাররা। এগিয়ে যাও বাংলাদেশ।’

ফাইনাল নিশ্চিত করার পর একটি ছবি আপলোড করে লিখেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে। ছেলেদের সবাইকে অভিনন্দন।’

বিষয়টির গুরুত্ব বোঝাতে সব অক্ষরই বড় হাতে লিখেছেন ২০০৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া মুশফিকুর রহিম। সেবার দুর্দান্ত এক দল নিয়েও কোয়ার্টার ফাইনালে থেমেছিল বাংলাদেশ। মাহমুদুল হাসান ও শরিফুল ইসলামরা পূর্বসূরিদের অর্জনকে ছাড়িয়ে চলে গেছেন ফাইনালে।

Exit mobile version