Site icon Jamuna Television

চীন থেকে দেশে ফেরা ৫০ জনের নমুনা সংগ্রহ, কেউ আক্রান্ত নয়

চীন থেকে দেশে ফেরা ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে; কিন্তু এদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত নয় বলে জানিয়েছেন আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বেলা ১১টায় মহাখালীতে সংস্থাটির কার্যালয়ে এ তথ্য জানান তিনি।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এখন পর্যন্ত চীন থেকে আসা ৮ হাজার ৩ শত ৯৬ জনকে স্ক্রিনিং করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টের তথ্যেও অতিরিক্ত হারে রোগী বাড়েনি বলেও জানান তিনি। তবে এ বিষয়ে আগের মতো সব ধরণের সতর্কতা অবলম্বনের কথা বলেন তিনি। এজন্য দেশের সব স্থলবন্দরে স্ক্রিনিং মেশিন পাঠিয়ে দেয়া হয়েছে বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, এখন থেকে চীন থেকে আসা সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Exit mobile version