Site icon Jamuna Television

দর্শক পেটানোর ঘটনায় সাব্বিরের শুনানি হতে পারে আজ

জাতীয় লিগে দর্শক পেটানো ও ম্যাচ রেফারিকে হুমকির ঘটনায় আজ বিসিবিতে শুনানি হতে পারে অভিযুক্ত জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের। উপস্থিত থাকতে পারেন তিনি নিজেও।

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচ ছিলো রাজশাহীতে। ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহীর হয়ে খেলছিলেন সাব্বির। ফিল্ডিং করার সময় এক কিশোর স্লেজিং করে তাকে। পরে মাঠ থেকে বের হয়ে সেই দর্শকের গায়ে হাত তোলার অভিযোগ এসেছে তার বিপক্ষে। ম্যাচ রিপোর্টে বিষয়টি বোর্ডে জানিয়েছেন ম্যাচ রেফারি। এখন বিষয়টি তদন্ত করছে বিসিবি’র শৃঙ্খলা কমিটি । এজন্য ৫ লাখ টাকা জরিমানা কিংবা জাতীয় দলের কয়েকটি ম্যাচে নিষিদ্ধ হতে পারেন সাব্বির। এক বছর আগে বিপিএলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১২ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছিলো তাকে।

Exit mobile version