Site icon Jamuna Television

হার্টঅ্যাটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

হার্টঅ্যাটাক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। মৃত সৈকত মাহমুদ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সৈকতের বাড়ি লক্ষ্মীপুরে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সৈকত বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র ছিলেন।

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ আবদুল বাছির জানান, হার্টঅ্যাটাকে মারা গেছেন সৈকত।

সৈকত মাহমুদের হলের বন্ধুরা জানান, সকাল থেকে সৈকত শরীরে অস্বস্তি অনুভব করছিলেন। বিষয়টি জানতে পেরে বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version