Site icon Jamuna Television

‘সব ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে’

শুধু চীন ফেরত নয়; সব ফ্লাইটের যাত্রীদেরই স্ক্রিনিং করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ তথ্য জানিয়েছেন আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সন্দেহে আরও ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা কারো দেহে কারোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

ফ্লোরা জানান, অতিরিক্ত সতর্কতার জন্য বিমানবন্দরে স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম কতদিন চলবে তা এখনও ঠিক হয়নি। বিমানবন্দরে আজ পর্যন্ত চীন থেকে আসা ৮ হাজার ৪৮৪ জনের স্ক্রিনিং করা হয়েছে। এদের মধ্যে কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বিশ্বে নতুন আক্রান্ত রোগীর হার তুলনামূলক কমেছে, নতুন কোনো দেশ আক্রান্ত হয়নি। এটা আমাদের জন্য আশার কথা।

বিভিন্ন প্রতিষ্ঠান করোনা ভ্যাক্সিনেশন নিয়ে কাজ করলেও এখনো তেমন অগ্রগতি নেই জানিয়ে ডা. ফ্লোরা বলেন, চীন এখনো তাদের র‍্যাপিড টেস্টের ভ্যাকসিন বিক্রি করার পর্যায়ে আসেনি।

Exit mobile version