Site icon Jamuna Television

খালেদার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। আজ সকাল থেকে ঢাকাসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছে সমাবেশস্থলে। দুপুর ২টার পর সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। বিএনপির সিনিয়র নেতারা সেখানে বক্তব্য রাখবেন।

চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছরে এই সমাবেশের আয়োজন করেছে দলটি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের সাজা নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন। সেখানে সাবেক এই প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে গত বছরের ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Exit mobile version