Site icon Jamuna Television

নারী সহকর্মীকে গুলি করে হত্যার পর পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

পুলিশের নারী এসআইকে গুলি করে হত্যা করেছে তারই এক ব্যাচমেট। পরে ওই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেন।

শুক্রবার রাতে ভারতের রাজধানী দিল্লির রোহিণীতে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম প্রীতি অহলাওয়াত (২৬)। আর আত্মঘাতী পুলিশ সদস্যের নাম দীপাংশু রাঠী।

পুলিশ সূত্রে বরাতে আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন প্রীতি। মেট্রো থেকে নেমে বাড়ি ফেরার পথেই তাকে লক্ষ্য করে দীপাংশু পর পর তিনটে গুলি ছো়ড়েন। প্রীতির মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আজ শনিবার ভোট চলছে দিল্লিতে। তার আগের দিনই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।

রোহিণীর এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তিনটে কার্তুজের খোসা মিলেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ব দিল্লির প্রতাপগঞ্জ শিল্পাঞ্চল থানায় কর্মরত ছিলেন প্রীতি। তিনি আদতে হরিয়ানার সোনিপতের বাসিন্দা। কাজের সূত্রে রোহিণীতেই একটি

বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। প্রীতি এবং দীপাংশু দু’জনের ২০১৮-র ব্যাচের পুলিশ অফিসার।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রেমঘটিত কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন দীপাংশু। তার বাড়িও সোনিপতে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রীতির প্রেমে পড়েছিলেন দীপাংশু। তাকে বিয়ের প্রস্তাবও দেন তিনি। কিন্তু প্রীতি এই সম্পর্কে আপত্তি জানান। সেই আক্রোশেই প্রীতি খুন হয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা।

Exit mobile version