Site icon Jamuna Television

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে দোকানদার আটক

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠিতে চতুর্থ শ্রেণির (১০) এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার খাড়াবাক গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আশ্রাব আলী (৬০) নামে এক দোকানদারকে আটক করেছে র‌্যাব।

জানা যায়, শুক্রবার বিকেলে পাশের আশ্রাব আলীর দোকানে যায় ওই স্কুলছাত্রী। এমন সময় আশ্রাব মেয়েটিকে তার ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় মেয়েটি বাড়ি গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে স্বরূপকাঠি হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ রিয়াজ হোসেন (পিপিএম) জানান, র‌্যাবের পক্ষ থেকে আমাদের জানিয়েছে অভিযুক্ত আশ্রাব আলী তাদের হেফাজতে আছে । তবে এখনো থানায় সোপর্দ করা হয়নি।

Exit mobile version