Site icon Jamuna Television

নারী সাংবাদিকের ঘাড়ে উঠে ছোবল মারছে সাপ! ভিডিও ভাইরাল

একজন নারী সাংবাদিকের ঘাড়ে উঠে তার মাইক্রোফোনে একের পর এক ছোবল মারছে সাপ- এরকম একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাপের কামড় থেকে নিরাপত্তা সংক্রান্ত একটি ভিডিও বানানোর সময় ওই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের ওই রিপোর্টারের নাম সারাহ কট।

তিনি জানিয়েছেন, ওই ভিডিও ধারণের সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

সারাহ বলেন, দুটি শট নেয়ার কথা ছিল সাপের কামড় থেকে নিরাপত্তা সংক্রান্ত ভিডিওটির জন্য। আমি ভয় পাচ্ছিলাম, কারণ আমার হাত মাইক্রোফোনের একেবারে কাছে ছিল। ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর ছিল।

সারাহ বলেন, ‘আমার ক্যামেরাম্যান ও সাপের তত্ত্বাবধায়ক ওখানেই দাঁড়িয়েছিল। ওদের মনে হচ্ছিল ব্যাপারটা দুর্দান্ত হচ্ছে।’

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, সাপটি ওই নারী সাংবাদিকের মাইক্রোফোনে ছোবল মারছিল। আর তিনি ভয়ে তটস্থ হয়ে আছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। সারাহর পরিস্থিতি দেখে অনেকেই শিউরে উঠেছেন।

https://youtu.be/9HYPxvDCdj0

Exit mobile version