Site icon Jamuna Television

চীন ছাড়াও যেসব দেশে মিলেছে করোনাভাইরাস

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ।

এ পর্যন্ত চীন ছাড়াও আরও ২৫টি দেশে মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

এরই মধ্যে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতেই সবচেয়ে বেশি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে এরই মধ্যে ১৩ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া ফ্রান্সে এক চিকিৎসকসহ আক্রান্ত হয়েছে ছয়জন।

জাপানে ৬১ জন, অস্ট্রেলিয়ায় ১৪ জন, কানাডায় চারজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এছাড়া, ইতালি, বেলজিয়াম, ফিনল্যান্ড, রাশিয়া, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এই ভাইরাসে আক্রান্তের কথা নিশ্চিত করেছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়া, ভারত, নেপাল, ফিলিপাইন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনাম,

তাইওয়ান করোনাভাইরাস শনাক্ত করেছে। সংযুক্ত আরব আমিরাতে শনাক্ত হয়েছে পাঁচজন ।

গত ৩০ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারের পর নতুন করোনাভাইরাস শনাক্ত করে চীন। বিজ্ঞানীরা প্রথম থেকেই ধারনা করে আসছেন যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির হুবেই প্রদেশের উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকে ওই ভাইরাস ছড়িয়েছে।

প্রাণঘাতী করোনভাইরাসে এখন পর্যন্ত ৭২৪জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি।

Exit mobile version