Site icon Jamuna Television

রাজনৈতিকভাবে খালেদা জিয়ার মুক্তির সুযোগ নেই: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

রাজনৈতিকভাবে খালেদা জিয়ার মুক্তির সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়ার মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের এবং এটি দুর্নীতির মামলা।

শনিবার বিকালে, ধানমন্ডিতে ঢাকার দুই মেয়রদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময়, শান্তিপূর্ণ সমাবেশ বাধা দেয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন-সমাবেশ-বিক্ষোভের মধ্যে যদি সহিংসতা থাকে তবে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

সভায়, ফেব্রুয়ারির মধ্যে সহযোগী সংগঠনগুলোকে পূর্ণাঙ্গ কমিটি দেয়া নির্দেশনা দেয়া হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো কমিটিই সম্মেলন ছাড়া হবে না।

Exit mobile version