Site icon Jamuna Television

দুই সেঞ্চুরিতে চালকের আসনে পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের লিড ১০৯ রানের। বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে শান মাসুদ-বাবর আজমের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৪২ রান করেছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে দিনের দ্বিতীয় ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। শূন্য রানেই পাকিস্তানি ওপেনার আবিদ আলীকে ফেরান আবু জায়েদ রাহী। এরপর অধিনায়ক আজহার আলীকে নিয়ে পাকিস্তানের ভিত গড়ে দেন শান মাসুদ। ৯১ রানের এই জুটিতে ভাঙতে আবারও কাণ্ডারির ভুমিকায় আবু জায়েদ। ৩৪ রানে পাক দলপতি আজহার আলীকে ফেরান তিনি।

এরপর টেস্টের তৃতীয় সেঞ্চুরি তুলে তাইজুলের বলে বোল্ড হয়ে ফেরেন শান মাসুদ। আর বাবর আজম অপরাজিত আছেন ১৪৩ রানে। অথচ মাত্র ২ রানে ফিরতে পারতেন বাবর। ইবাদতের হাতে জীবন পেয়ে অনেকদূর টেনে নিয়ে গেলেন ইনিংসটা। সেটি আরও কত লম্বা করেন তা এখনই বলা মুশকিল। ৬০ রানে অপরাজিত আছেন আসাদ শফিক।

দ্বিতীয় দিনে অনেকটা ওয়ানডে স্টাইলেই খেলেছে পাকিস্তান। ওভারপ্রতি ৩.৮৯ গড়ে রান তুলেছে তারা। অন্যদিকে, বেলা যত গড়িয়েছে বাংলাদেশের বোলারদের ততটাই ধারহীন মনে হয়েছে।

Exit mobile version