Site icon Jamuna Television

থাইল্যান্ডে সেনা সদস্যের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক সেনা সদস্যর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

শনিবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। কোরাত শহরের একটি শপিং মলের সামনে এ ঘটনা ঘটে।

থাই গণমাধ্যম জানায়, হামলাকারী ওই সেনা সদস্য প্রথমে তার কমান্ডারকে এবং ক্যাম্পে থাকা আরো দুই সেনা সদস্যকে গুলি করে হত্যা করে। পরে শপিং মলের সামনে এলোপাতাড়ি গুলি করতে থাকে।

ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। হামলাকারীকে ধরতে অভিযান চলছে।

Exit mobile version