Site icon Jamuna Television

কোম্পানীগঞ্জে আ’লীগ নেতাকে গলাকেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চর আমজাদ এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সৌরভ হোসেনকে (৪০) গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

শনিবার মধ্যরাতে পুলিশ ইউনিয়নের চরবালুয়া চর আমজাদ এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে নিহতের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version