Site icon Jamuna Television

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতকে ফেবারিট মানলেও জয়ে আশাবাদী টাইগার ক্যাপ্টেন আকবর আলী। দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে খেলাটি শুরু হবে। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

অনুর্ধ্ব-১৯ দলের সুবাদে এই প্রথম আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে উঠলো বাংলাদেশ।

দু’দলের মুখোমুখি পরিসংখ্যানে ভারতের ১৮ জয়ের বিপরীতে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয় তিন ম্যাচে। ফাইনালে ২৪০ থেকে ২৬০ স্কোরকেই চ্যালেঞ্জিং ধরা হচ্ছে।

Exit mobile version