Site icon Jamuna Television

ম্যাচের লাগাম বাংলাদেশের যুবাদেরই হাতে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালটা দারুণভাবে শুরু করেছে বাংলাদেশের যুবারা। টস জিতে অধিনায়ক আকবর আলীর বোলিং নেয়ার সিদ্ধান্তটা যৌক্তিক প্রমাণের চেষ্টা করছে আত্মবিশ্বাসী বোলাররা। প্রথম দুই ওভার মেডেন নিয়েছেন বাহাতি পেসার শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

প্রথম ৬ ওভারে মাত্র ৯ রান তুলতে পেরেছিলেন ভারতের দুই ওপেনার যশস্বী জসওয়াল ও দিব্বংশ সাক্সেনা। রান পেতে ধুঁকছিলেন তারা। সেই ধুকধুকানি কাটাতে গিয়েই ধরা খেলেন সাক্সেনা। হাসান মুরাদের বদলে দলে সুযোগ পাওয়া পেসার অভিষেক দাসের বলে মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। মেডেন উইকেট নিয়ে প্রথম ওভার শেষ করেন অভিষেক।

শেষ পর্যন্ত ২২ ওভার শেষে ১ উইকেটে ৭০ রান ভারতের। ৪০ রান নিয়ে উইকেটে সেট ব্যাটসম্যান যশস্বী। তাকে ভালোই সঙ্গ দিচ্ছেন ২২ রানে অপরাজিত তিলক ভার্মা।

যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। পঞ্চমবারের মতো শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। আর প্রথমবারের মতো বৈশ্বিক ট্রফি জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

ভারত একাদশ: যশস্বী জসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়ম গর্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলি (অধিনায়ক), শামীম হোসেন, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও অভিষেক দাস।

Exit mobile version