Site icon Jamuna Television

যুবাদের নিয়ে গর্বিত মাশরাফী

অনূর্ধ্ব–১৯ দলকে ফাইনালটা উপভোগের আহ্বান জানালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। যুব বিশ্বকাপের ফাইনালে এ মুহূর্তে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করছে অনূর্ধ্ব–১৯ দল। আকবর আলীর দলের কাছে প্রত্যাশা অনেক বেশি। বাংলাদেশকে প্রথম কোনো বৈশ্বিক শিরোপা এনে দেবেন তারা।

মাশরাফী যেন যুবাদের উৎসাহ দিতেই লিখলেন, ‘লেটস গিভ ইউর বেস্ট বয়েজ। দ্য হোল কান্ট্রি ইজ বিহাইন্ড ইউ। লেটস মেক ইট মেমোরেবল ওয়ান। উই অল আর প্রাউড অফ ইউ।’

অগ্রজের এমন শুভাশীষ হয়তো দেখার সুযোগ পাননি যুবারা। তবে সারা দেশ যে তাদের দিকে তাকিয়ে আছে সেটি বুঝতে এতটুকু ভুল করছেন না আকবর আলীরা। এর আগে স্বয়ং প্রধানমন্ত্রী শুভ কামনা জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন তাদের। তাতে দারুণ উজ্জীবিত গোটা দল। শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের উজাড় করে খেলছে তারা।

Exit mobile version