Site icon Jamuna Television

ঝটপট ২ উইকেট ফেলে ভারতকে আবারও চাপে ফেলেছে বাংলাদেশ

যুব বিশ্বকাপের ফাইনালে দারুণ খেলছে বাংলাদেশের যুবারা। ম্যাচের প্রথমেই ভারতের ওপর চাপ তৈরি করেছে তারা। দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচে ফিরলেও দ্রুত ২ উইকেট হারিয়ে আবারও চাপে ভারত।

জেঁকে বসা যশস্বী জসওয়াল-তিলক ভার্মা জুটি ভেঙেছেন পেসার সাকিব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের ৩ উইকেট পড়েছে। প্রথম ২ উইকেটে অবদান বাংলাদেশের ৩ পেসারের। ম্যাচের ৭ম ওভারে জুনিয়র টাইগারদের প্রথম আনন্দের উপলক্ষ্য এনে দেন স্পিনার হাসান মুরাদের বদলে দলে আসা পেস অলরাউন্ডার অভিষেক দাস।

মাত্র ৯ রানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে তিলক ভার্মাকে নিয়ে জুটি গড়েন যশস্বী জসওয়াল। এই জুটি যখন খোলস ছেড়ে রান রেটে বাড়িয়ে নেয়ার চেষ্টায় তখনই ম্যাচে দারুণ বল করা তানজিম হাসান সাকিবের বলে আরেক পেসার শরীফুলের হাতে ধরা পড়েন। ওভার বাউন্ডারি হতে যাওয়া বলকে সাবলীলভাবে মুঠোবন্দি করলেন দারুণ উচ্চতার শরীফুল। ৬৫ বলে ৩৮ রানে ফিরে যাওয়া তিলক ভার্মার পর মাঠে নামেন ভারতের অধিনায়ক প্রিয়ম গর্গ। কিন্তু ২ ওভার পরেই স্পিনার রাকিবুলের বলে সাকিবের হাতে ধরা পড়েন রানের চাকা সচল রাখার চেষ্টা করা গর্গ।

৬৭ রানে অপরাজিত আছেন ওপেনার যশস্বী। এখন তাকে ফেরানোর ওপরই নির্ভর করছে ভারতকে কত কমে আটকানো যাবে। উল্লেখ্য, পচেফস্ট্রুমের এই পিচে ২৪০ কেই মনে করা হচ্ছে ভালো সংগ্রহ।

Exit mobile version