Site icon Jamuna Television

থার্টিফার্স্টে ডিজে’র ভূমিকায় রবি শাস্ত্রী

২০১৭ সালটা দারুন কেটেছে ভারতীয় ক্রিকেট দলের। দেশের মাটিতে সবাইকে হেসে খেলে হারিয়েছে তারা। রেকর্ড নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন বিরাট-রোহিতরা। গোটা দলই তাই ফুরফুরে মেজাজে। তবে সবচেয়ে বেশি আমোদে আছেন দলের হেড কোচ রবি শাস্ত্রী। থার্টি ফার্স্টের উৎসবেও দেখা গেলো তার প্রতিচ্ছবি।

ব্যাট-বল ছেড়ে তিনি হাতে তুলে নিয়েছেন, ডিজে কনসোল। তার মিক্স করা গানে মাতোয়ারা অতিথিরা। টুইটারে এই ছবি পোস্ট করেন শাস্ত্রী নিজেই। এরপর অনেকে ফ্যানরা বিভিন্ন কমেন্ট করেছেন। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ বিরক্ত হয়েছেন প্রধান কোচের এই অবস্থা দেখে। একজন লিখেছেন- ডিজে স্টাইলে দেখে ভালো লাগছে বস। আরেকজন লিখেছেন, ড্রিংকসের পরিমান কি বেশি হয়ে গেছে? একশ ওপরে কমেন্ট, রিটুইট ও তিন হাজারের বেশি লাইক পড়েছে এই ডিজে রবি শাস্ত্রীর ছবিতে।

আশির দশকের এই কার্যকর অলরাউন্ডার গত বছর জুলাইতে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হন। পাঁচ জানুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত। টেস্ট ইতিহাসে এই দক্ষিণ আফ্রিকাতেই ভারতের রেকর্ড সবচেয়ে খারাপ। এখন পর্যন্ত এখানে কোন সিরিজ জিততে পারেনি তারা।

Exit mobile version