Site icon Jamuna Television

স্বামীকে ফিরিয়ে দিবে বলে ধর্ষণ, কবিরাজ আটক

ঝিনাইদহের মহেশপুরের পৌরএলাকার বগা গ্রাম থেকে ধর্ষণের অভিযোগে কুদ্দুস কবিরাজ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ ভোরে তাকে আটক করা হয়। সে যশোর জেলার চৌগাছা থানার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী জানায়, কবিরাজি সূত্রে বগা গ্রামের আমির হোসেনের বাড়িতে কুদ্দুস কবিরাজের যাতায়াত ছিল। এরই সূত্রধরে পার্শ্ববর্তী স্বামী পরিত্যক্তা একনারীর সঙ্গে পরিচয় হয় তার।
শনিবার রাতে ছেড়ে যাওয়া স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করে। সে সময় স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই কবিরাজকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে মামলা নং ১৪। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version