Site icon Jamuna Television

আগ্রাসনের পাশাপাশি বাণিজ্যযুদ্ধ জড়াচ্ছে ইসরায়েল: ফিলিস্তিনি কৃষিমন্ত্রী

ফিলিস্তিনে আগ্রাসনের পাশাপাশি বাণিজ্যযুদ্ধ জড়াচ্ছে ইসরায়েল। শনিবার দেশটির কৃষিমন্ত্রী রিয়েল আল আত্তারি জানান এ শঙ্কার কথা।

‘ভয়েস অব প্যালেস্টাইন রেডিও’ কে দেয়া সাক্ষাৎকারে আত্তারি অভিযোগ করেন, জর্ডান সীমান্ত দিয়ে তাদের কৃষিপণ্য সরবরাহ করতে দিচ্ছে না ইসরায়েল।

একইসাথে জানান, জর্ডান এবং সব আমদানিকারক’কে ফিলিস্তিনি পণ্য বয়কটের নির্দেশনা দেয়া হয়েছে। যারকারণে, বারবার আহ্বান জানানোর পরও কোন সাড়া মিলছে না। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে সহিংসতা চললেও গেলো অক্টোবর থেকে ফিলিস্তিনের বাণিজ্যের ওপর ইসরায়েল চাপ বাড়াচ্ছে।

এরআগে, ১৯৯০ সালে দু’পক্ষের মধ্যে শান্তিচুক্তির ভিত্তিতে ব্যবসার জন্য জর্ডান সীমান্ত ব্যবহার করছে ফিলিস্তিন।

Exit mobile version