Site icon Jamuna Television

বৃষ্টির কারণে খেলা বন্ধ, না থামলেও জিতবে বাংলাদেশ

কিছুক্ষণ আগেও পচেফস্ট্রুমের মাঠে ছিল টানটান উত্তেজনা। ম্যাচ কখনো বাংলাদেশের দিকে হেলে তো কখনও ভারতের দিকে। ৭ম ব্যাটসম্যান হিসেবে পারভেজ হোসাইন ইমন ফিরে যাওয়ার পর যেন আতঙ্ক পেয়ে বসে বাংলাদেশের যুবাদের। তবে ঠিকই ক্রিজে দাঁড়িয়ে পড়েন অধিনায়ক আকবর আলী ও রাকিবুল হাসান। গুনে গুনে ৯ ওভার পার করলেন তারা যোগ করলেন ২০ রান।

এরপরই বৃষ্টির হানা। উত্তেজনার পারদ কিছুটা নামিয়ে দিয়ে ম্যাচ এখন বাংলাদেশের দিকে হেলে। খেলা আর মাঠে না গড়ালে বৃষ্টি আইনে ১৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ। অর্থাৎ বল আর মাঠে না গড়ালে স্বপ্নের বিশ্বকাপ হাতে উঠবে আকবর আলীদের।

Exit mobile version