Site icon Jamuna Television

দুই সিটি নির্বাচনের অনিয়ম-অসঙ্গতি কূটনীতিকদের জানাল বিএনপি

ঢাকার দুই সিটিতে নির্বাচনের ফলাফল মধ্যরাতে বদলানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে এমন অভিযোগ করেছে বিএনপি। ভোটে নানা অনিয়ম-অসঙ্গতির কথা তুলে ধরেন দলের নেতারা।

বিকেলে রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সাথে মতবিনিময় করে বিএনপির সিনিয়র নেতারা। বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলা বৈঠকে সিটি নির্বাচনে নানা অনিয়ম হয়েছে বলে কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়। এই বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

তবে, দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন ইসি ও প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভুমিকার কথা কূটনীতিকদের জানিয়েছেন বলে জানান।

Exit mobile version