Site icon Jamuna Television

যাদুর কাঠি নাই, তবে ইশতেহার বাস্তবায়ন করে ঢাকাবাসীর প্রত্যাশা পূরণ করা হবে: তাপস

যাদুর কাঠি নাই, তবে ইশতেহার বাস্তবায়ন করে ঢাকাবাসীর প্রত্যাশা পূরণ করা হবে। এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস।

বিকেলে আওয়ামী লীগের জ্যৈষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। মেয়র হিসেবে বিপুল ভোটে নির্বাচিত করায় ঢাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার তাপস।

তিনি বলেন, নানা কারণে ভোটারদের উপস্থিতি কম ছিলো। তবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে সিটি নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে।

Exit mobile version