Site icon Jamuna Television

শিরোপা জয়ে সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস

হাজার মাইল দূরে দক্ষিণ আফ্রিকায় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা নিশ্চিত হতেই আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী । মূহুর্তেই বাসা বাড়ি থেকে নেমে আসেন রাস্তায়। বেরিয়ে পড়েন আনন্দ মিছিল নিয়ে।

খেলাপাগল দেশবাসী প্রথমবারের মতো পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। যুব বিশ্বকাপ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। বহু কাংখিত বিশ্বসেরার এমন অর্জনে আনন্দ- উল্লাসে মেতে উঠতে সময় নেয়নি কোটি কোটি ক্রিকেটপ্রেমী। উচ্ছাসে ভাসতে শুরু করেছে পুরো দেশ

রাজশাহীর কুমারপাড়ায় আয়োজন করা হয়েছিল বড় পর্দায় খেলা দেখার। বাংলাদেশের যুবাদের জয়ের সাথে সাথে উল্লাসে মেতে উঠে ক্রিকেট ভক্তরা।

জয় নিশ্চিত হতেই চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীরা নগরীতে বেরিয়ে পড়েন আনন্দ মিছিল নিয়ে। ক্রিকেটারদের প্রত্যাশা পূরণে দারুণ খুশি সমর্থকরা।

ময়মনসিংহেও সমর্থকদেরও ছিল বাঁধ ভাঙা উল্লাস। শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় আনন্দ মিছিলে ছিল ক্রিকেটভক্তদের ভিড়।

এরবাইরে বাংলাদেশের অনুর্ধ্ব -১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ে আনন্দ মিছিল হয়েছে রংপুর, বগুড়াসহ বিভিন্ন জেলাতেও।

Exit mobile version