Site icon Jamuna Television

এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ায় যুবকের কারাদণ্ড

নোয়াখালীর হাতিয়ায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

হাতিয়া পৌরসভার কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে পরীক্ষা চলাকালীন একজনের হয়ে আরেক জনের পরীক্ষা দেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

দণ্ডাদেশ প্রাপ্ত, মো. জিহাদ উদ্দিন (২০), হাতিয়া উপজেলার সোনাদিয়া গ্রামের হাবীব উল্যাহ বাহার’র ছেলে।

পরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের উপস্থিতিতে দুপুর ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট নুর এ আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এ আলম জানান, ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় অভিযুক্ত যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Exit mobile version