Site icon Jamuna Television

নজরকাড়া আয়োজনের মধ্যে দিয়ে চলছে ৯২তম একাডেমি অ্যাওয়ার্ডস

নজরকাড়া আয়োজনের মধ্যে দিয়ে চলছে ৯২তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার অনুষ্ঠান। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছে তারকাদের মেলা।

এরইমাঝে, ওয়ানস আপন এ টাইম ইন হলিউড ছবির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার জয় করেছেন ব্র্যাড পিট। এর আগে, একাডেমি অ্যাওয়াডর্স পেলেও অভিনয়ের জন্য এটাই তাঁর প্রথম প্রাপ্তি।

এদিকে, ম্যারিজ স্টোরি মুভির জন্য সেরা সহ-অভিনেত্রীর খেতাব জিতলেন লর‍্যা ডেন। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার পেলো ‘টয় স্টোরি- ফোর’। আর বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘হেয়ার লাভ’।

এবারও সঞ্চালক ছাড়াই পরিচালিত হচ্ছে অনুষ্ঠান। বিভিন্ন পরিবেশনার ফাঁকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তারকারা।

সেরা অভিনেতা, ছবি, পরিচালকসহ বিভিন্ন বিভাগে মোট ১১টি মনোনয়ন পেয়েছে জোকার চলচ্চিত্রটি।

এছাড়া, ‘দি আইরিশম্যান, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড এবং নাইনটিন সেভেনটিন ছবিগুলো এবারের আসরে ১০টি করে মনোনয়ন পেয়েছে। সেরা শিল্পি হিসেবে হট-ফেভারিট জোয়াকুইন ফোনিক্স ও রেনে জেলওয়েগার।

Exit mobile version