Site icon Jamuna Television

ভালোবাসা দিবস নিয়ে তাহসান ও মিথিলার স্ট্যাটাস

১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে সামনে রেখে সামাজিকমাধ্যমে সরব বছরের আলোচিত তারকা তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা দুজনই।

শনিবার দুপুরে তাহসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের গান ‘স্মৃতির ফানুস’র ভিডিও শেয়ার করে লিখেন- বছরের প্রথম গান ‘স্মৃতির ফানুস’। ভালোবাসা দিবসের আগাম শুভেচ্ছা।

একইদিন রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম থেকে স্বামী সৃজিত মুখার্জির সাথে ছবি আপলোড দিয়ে মিথিলা লিখেন- ভালোবাসা দিবস উপলক্ষ্যে ‘আমার আমি’র বিশেষ শোতে মিস্টার ও মিসেস মুখার্জিকে দেখুন।

জানা গেছে, মিথিলার উপস্থাপনায় বাংলাভিশনের শো ‘আমার আমি’তে হাজির হচ্ছেন সৃজিত মুখার্জি। এরই মধ্যে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

প্রসঙ্গত, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।

বহু নাটকীয়তার পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। বর্তমানে সংসারের পাশাপাশি মিথিলা ব্যস্ত আছেন নিজের পড়াশোনা ও অফিস নিয়েও। আর তাহসান ব্যস্ত তার গান নিয়ে।

Exit mobile version