Site icon Jamuna Television

ক্রিকেটার হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন: মুশফিক

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রুদ্ধশ্বাস এক ম্যাচই দেখলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচ, কোন দল জিতবে– বাংলাদেশ না ভারত? শেষ পর্যন্ত সব সংশয় উড়িয়ে দেন বাংলাদেশ যুবদলের অধিনায়ক আকবর আলী। ঠাণ্ডা মাথায় ছিনিয়ে নিলেন পরম আরাধ্য বিশ্বকাপ।

বৃষ্টি আইনে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক ইভেন্টের শিরোপা জিতল লাল-সবুজরা। সঙ্গে বিশ্ব ক্রিকেটের মনও জিতে নিয়েছেন আকবররা।

ঐতিহাসিক এ জয়ে ছোট ভাইদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন– আলহামদুলিল্লাহ। আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ছেলেরা আমাকে গর্বিত করেছে। অভিনন্দন সুপারস্টার।!

Exit mobile version