Site icon Jamuna Television

নাটোর টেকনিক্যাল স্কুল ও কলেজে অনিয়ম, পরিদর্শনে তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, নাটোর
যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর নাটোর টেকনিক্যাল স্কুল ও কলেজ অনিয়ম খতিয়ে দেখতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কারিগরী শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিদর্শক মোয়াজ্জেম হোসেন তদন্তে আসেন। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহে গেলে অধ্যক্ষের নির্দেশে ভেতরে প্রবেশে বাধা দেয়া হয়। পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে গণমাধ্যমকর্মীরা ভেতরে প্রবেশ করেন।

অনুমোদনহীন কোর্স ও কোচিং পরিচালনা, আবাসিক কোয়ার্টারে অবৈধভাবে বসবাস করার সুযোগ প্রদান, প্রতিষ্ঠানের ফ্রিজ নিজ কোয়ার্টারে ব্যবহার, টিচিং স্টাফ না হওয়া সত্বেও লাইব্রেরিয়ানকে ক্লাশের দায়িত্ব প্রদান, অভ্যন্তরীন ও বোর্ড পরীক্ষার ডিউটি প্রদানসহ নানা অনিয়ম নিয়ে গত ২৬ জানুয়ারি সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে রাজশাহী বিভাগীয় কারিগরী শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিদর্শক মোয়াজ্জেম হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান জানান, অনিয়ম খতিয়ে দেখে দ্রুত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেয়া হবে।

Exit mobile version