Site icon Jamuna Television

বিতর্কিত পিআইও নুরুন্নবীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ-সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি :
বদলির পর স্ট্যান্ড রিলিজ গাইবান্ধার সুন্দরগঞ্জের বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ইউএনও অফিস ঘেরাও করে
পিআইও নুরুন্নবীর কুশপুত্তলিকা দাহ করে।

সোমবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে এই বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করে সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। এরআগে, দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পিআইও’র বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থান করে নেতাকর্মীরা। কর্মসূচিতে জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।

এসময় দুর্নীতিবাজ পিআইও নুরুন্নবী সরকারক দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা থেকে অপসারণ ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। একই সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলায় একজন দক্ষ পিআইও পদায়নের আহ্বান জানান তারা। এসব দাবি বাস্তবায়ন না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি ডাকের ঘোষণাও দেয় বক্তারা।

Exit mobile version