Site icon Jamuna Television

মাকে হত্যার মামলায় ছেলের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় লাঠি দিয়ে আঘাত করে নিজের মাকে হত্যার দায়ে দীপু সরকার নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এই আদেশ প্রদান করেন হবিগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত দীপু উপজেলার এখতিয়ারপুর নোয়াহাটি এলাকার রাজমোহন গোস্বামীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে দীপু তার মা রসনা বালা সরকারের কাছে ভাত খেতে চায়। ভাত না দেয়ায় ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন দীপু। পরবর্তীতে স্থানীয়রা আহত রসনা বালাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রসনা বালা পালের। ঘটনার পরদিন নিহতের স্বামী ও দীপুর পিতা রাজমোহন গোস্বামী ছেলেকে আসামি করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
একই বছরের ১৬ জুলাই দীপুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ১৬ বছর পর স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করেছেন আদালত।

Exit mobile version