Site icon Jamuna Television

ট্রাক চাপায় যুবলীগ নেতা নিহত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জেমী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আজ সোমবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে । নিহত সাইফুল ইসলাম জেমী (৩৫) উপজেলার শংকরপাশা ইউনিয়েন দক্ষিণ শংকরপাশা গ্রামের তোতা মাতুব্বরে ছেলে । এ সময় আ: রহিম ও পথচারী ইলিয়াস নামের আরো দুই ব্যক্তি আহত হয়।

জানা যায়, শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকার পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে সাইফুল ইসলাম জেমী তার মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় পিছন থেকে একটি ট্রাক এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই জেমী মারা যায় এবং রহিম ও ইলিয়াস নামের দুই জন আহত হয়।

পিরোপুর সদর হাসাপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, নিহত জেমীকে হাসপাতালে আনার আগেই মারা যায় এবং আহত রহিম ও ইলিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ট্রাকটি আটক সহ একজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version