Site icon Jamuna Television

তালা দেয়া ফ্লাট থেকে তরুণীর গলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, মাদারীপুরঃ
মাদারীপুরের শিবচর পৌরসভার একটি বাসায় তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার শিবচর পৌরসভার ১ নং ওয়ার্ডের গুয়াতলা এলাকার সৌদি প্রবাসী শহীদুল মজুমদারের বাড়ির নীচতলার ফ্লাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি অন্য ফ্লাটের লোকজন বাড়িওয়ালার স্ত্রীকে জানালে সেও নিশ্চিত হয় নীচতলার তালাবদ্ধ ফ্লাট থেকেই গন্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের নিয়ে সে তালা ভেঙ্গে ঘরে ঢুকতেই তরুণীর গলিত লাশ দেখতে পায়।

পুলিশকে খবর দিলে শিবচর থানার পরিদর্শক(তদন্ত) আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে। অধিকতর তদন্তের জন্য পিবিআই গোপালগঞ্জ ইউনিটকে ডাকা হয়েছে। এছাড়া সহকারী পুলিশ সুপার আবির হোসেন, ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়িওয়ালার স্ত্রী বলেন, জানুয়ারি মাসের ২৫ তারিখের দিক ছেলে মেয়েসহ এক মহিলা বাসাটি ভাড়া নেয়। সে সময় তারা একটি নাম্বারও দেয়। বারবার এনআইডি কার্ড চাইলেও তা দিবে বলে জানায়। এরপর ৩/৪ দিন ওই মহিলা ও শিশু মেয়েটি বাসায়ই ছিল। কিন্তু এরপর থেকে বাসাটি তালা মারা ছিল। বারবার ফোন করলে ওরা বলে আসছি। কিন্তু গত কয়েকদিন নাম্বারও বন্ধ ছিল।

Exit mobile version