Site icon Jamuna Television

মশার কয়েল কারাখানার আড়ালে যৌন উত্তেজক সিরাপ উৎপাদন!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশার কয়েল তৈরির আড়ালে নিষিদ্ধ যৌন উত্তেজক ভেজাল সিরাপ উৎপাদন ও বিপুল পরিমান গ্যাস চুরির অপরাধে প্রতিষ্ঠানটির মালিকসহ ১২ জনকে আটক করেছে র‌্যাব। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় এম এম এন্টারপ্রাইজ ও এম কে ফুডস নামে পাশাপাশি দুইটি কারখানায় র‌্যাব এ অভিযান চালায়। এ সময় সাত হাজারের বেশি যৌন উত্তেজক ভেজাল সিরাপ জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আকিফ ও তাওহীদের মালিকানাধীন এম এম এন্টারপ্রাইজ এবং একই ছাউনির নিচে এম কে ফুডস নামের কারখানা দুটিতে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে সেখানে ভেজাল ও নিষিদ্ধ খাদ্যদ্রব্য উৎপাদন এবং বাজারজাত করে আসছিল। স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে র‌্যাব সেখানে গোয়েন্দা নজরদারি করে অভিযোগ সম্পর্কে নিশ্চিত হয়।

পরে তিতাস কোম্পানির কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ১২ জনকে আটক করা হয়। এই কারখানায় গ্যাস জ্বালিয়ে সর্বক্ষণ মশার কয়েল ও নিষিদ্ধ যৌন উত্তেজক ভেজাল সিরাপ উৎপাদনের পাশাপাশি প্রতিমাসে কমপক্ষে ৩০ লাখ টাকার গ্যাস চুরির অভিযোগ রয়েছে।

Exit mobile version