Site icon Jamuna Television

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খসড়া মন্ত্রীসভায় অনুমোদন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

পরে সচিবালয়ে, ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব শেখ মুজিবুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা নিষ্পত্তির গতি ধীর বলে এই আইনের সংশোধন করা হয়েছে। অপরাধের গুরুত্বানুযায়ী দায়রা জজ, এক বা একাধিক এখতিয়ারসম্পন্ন আদালতকে মামলার বিচারের দায়িত্ব দেয়া হয়েছে। তবে ট্রাইব্যুনাল না করে আপাতত বিশেষ আদালতেই মামলা চলবে।

Exit mobile version