Site icon Jamuna Television

জুয়া বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

জুয়া, হাউজি, ক্যাসিনো আগেও নিষিদ্ধ ছিলো; এসব বন্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে এ সংক্রান্ত অপরাধের সাজা বৃদ্ধি দরকার বলেও মত দেয় আদালত। অফিসার্স ক্লাব, ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে এসব অবৈধ খেলা নিয়ে করা রিটের আদেশে এসব কথা বলা হয়।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজধানীসহ দেশজুড়ে শুরু হয় নিষিদ্ধ ক্যাসিনোবিরোধী অভিযান। মামলা, গ্রেফতার, দন্ড, অস্ত্র ও মাদক উদ্ধার, জব্দ করা হয় কোটি কোটি টাকা। আর অধিকাংশ ক্ষেত্রেই এসব কাজে জড়িত ক্ষমতাসীন দলের রাজনীতিক ও প্রভাবশালীরা।

এক রিট আবেদনের প্রেক্ষিতে নিষিদ্ধ জুয়া, ক্যাসিনো, কার্ড, হাউজি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে আইন সংশোধন করে বাড়াতে বলা হয়েছে শাস্তির মেয়াদ।

এদিকে, রাষ্ট্রের ও আমানতকারীদের প্রায় ৩ হাজার ৬ শ কোটি নিয়ে পালিয়ে গেছে পিকে হালদার নামে এক ব্যবসায়ী। তাই তার পরিবার এবং ব্যবসায়িক অংশীদারদের পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দ রাখার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। পিকে হালদার দেশে নেই। তার বিরুদ্ধে দুদকও মামলা করেছে।

Exit mobile version