Site icon Jamuna Television

দিল্লি বিধানসভা নির্বাচন: এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আম আদমি পার্টি

চলছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আম আদমি পার্টি।

ভারতের রাজধানী এবং কেন্দ্রশাসিত অঞ্চলটির ৭০ আসনের বিধানসভায় কেজরিওয়ালের দল এগিয়ে ৫২ আসনে।

অন্যদিকে, বিজেপি ও তার শরিক দলগুলো ১৮ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস বা অন্য কোনো দল কোনো আসনেই এগিয়ে নেই।

এককভাবে সরকার গঠনে প্রয়োজন ৩৬ আসনে জয়। ফলে ভারতীয় গণমাধ্যমগুলোর পূর্বাভাস, তৃতীয় দফায় দিল্লির মসনদে বসতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। গেলোবারও, আম আদমি পার্টি পেয়েছে ৬৭ আসন।

তবে বিজেপির দাবি- এবার পাল্টে যেতে পারে পাশার দান। এরইমধ্যে, ৫৫ আসন নিয়ে জয়ের ঘোষণা দিয়েছেন দিল্লিতে বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি। গেলো ৮ ফেব্রুয়ারি হয় নয়াদিল্লির বিধানসভা নির্বাচন।

Exit mobile version