Site icon Jamuna Television

ইদলিবে ৫ তুর্কি সেনা নিহতের জেরে তুরস্কের অভিযান, নিহত ১০১ সিরীয় সেনা

সিরিয়ার ইদলিবে তুরস্কের অভিযানে প্রাণ গেছে কমপক্ষে ১০১ সিরীয় সেনার। সোমবার সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় পাঁচ তুর্কি সেনা নিহতের প্রতিশোধ হিসেবে হয় এ অভিযান।

সোমবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী অধ্যুষিত তাফতানাজ এলাকায় হয় এ সহিংসতা।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইদলিবে সিরীয় সরকারের ১১৫টি স্থাপনা লক্ষ্য করে চালানো হয় অভিযান। এতে দামেস্কের একটি হেলিকপ্টার, তিনটি ট্যাঙ্কসহ গুরুত্বপূর্ণ দু’টো ঘাঁটিও ধ্বংস হয়।

এক সপ্তাহের ব্যবধানে সিরিয়া-তুরস্কের এমন দ্বিতীয় সংঘাতের ঘটনা এটি। এর আগে সিরীয় বাহিনীর ছোঁড়া বোমায় সাত তুর্কি সেনা নিহতের জেরে, পাল্টা অভিযানে ৭০ সেনাকে হত্যা করে আঙ্কারা। না জানিয়ে সেনা মোতায়েন করায় তুরস্কের ওপর ক্ষুব্ধ ছিল সিরিয়া সরকার।

Exit mobile version