Site icon Jamuna Television

একদিন বাড়লো মৈত্রী এক্সপ্রেস ট্রেনের শিডিউল

এখন থেকে আরও একদিন বাড়লো মৈত্রী এক্সপ্রেস ট্রেনের শিডিউল। ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ৫ দিন চলাচল করবে ট্রেনটি; এমনটা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার সকালে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের বাড়তি ট্রিপ উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, দুই দেশের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার ব্যতিত সব দিনই চলাচল করবে মৈত্রী ট্রেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী বলেন, দু’দেশের সম্মতিতে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। যা, প্রতিবেশীদের সু-সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Exit mobile version