Site icon Jamuna Television

স্ন্যাপচ্যাটে বাংলা ভাষা

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক মাধ্যম ও ফটো শেয়ারিং প্লাটফর্ম স্ন্যাপচ্যাটে যুক্ত হচ্ছে বাংলা ভাষা। এতদিন পর্যন্ত মোট চারটি ভাষায় এ অ্যাপ ব্যবহার করতে পারতেন ব্যবহারকারীরা। এবার আরও পাঁচটি ভাষা যুক্ত হচ্ছে স্ন্যাপচ্যাটে ফলে মোট ৯টি ভাষায় ব্যবহার করা যাবে এ অ্যাপ। স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে বলা হয়, এখন থেকে বাংলাসহ, কন্নড়, মালায়লম, তামিল ও তেলেগু ভাষায়ও স্নাপচ্যাট ব্যবহার করা যাবে। স্ন্যাপ ইনকর্পোরেশনের ইন্টারন্যাশনাল মার্কেটসের ব্যবস্থাপনা পরিচালক নানা মুরুগেসান বলেন, এক বছর ধরে প্রতিদিন আমাদের অ্যাপ ব্যবহারকারী মানুষের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। দক্ষিণ এশিয়ায় থাকা বিভিন্ন সম্প্রদায় ও ভাষাভাষী মানুষের জন্য ক্রমাগত গবেষণা করছি আমরা। কীভাবে এ অ্যাপের নতুন ফিচারগুলোয় সংস্কৃতি ও মূল্যবোধগুলো ফুটিয়ে তোলা সম্ভব তা নিয়ে অবিরত আলোচনা চলছে।

বর্তমানে বিশ্বজুড়ে ২১৮ মিলিয়ন মানুষ স্ন্যাপচ্যাট ব্যবহার করেন।

Exit mobile version