Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে সোহরাওয়ার্দীতে শিশুপার্ক করা হয়েছে: হাইকোর্ট

সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দির থাকতে পারে; তবে শিশুপার্ক বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে করা হয়েছে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনসহ বেশকিছু নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে হাইকোর্ট এ মন্তব্য করেন।

শুনানিতে হাইকোর্ট বলেন, সরকার বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে উদ্যানে অনেক কিছু করেছে। তবে বঙ্গবন্ধুর ভাষণের স্থানে কেন শিশু পার্ক এখনও আছে তা নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেন, জাতির পিতার স্মৃতি মুছে ফেলার জন্য নির্মিত স্থাপনা সরকার এখনও রেখে দিয়েছে যেটা ঠিক নয়।

হাইকোর্টের বিচারপতি কামরুল কাদের বলেন, উদ্যানে রমনা কালী মন্দির থাকতে পারে তবে সেখানে বহুতল ভবন নির্মাণ করা যাবে না।

আরেক বিচারপতি নাজমুল আহসান বলেছেন, দেশের সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা উচিত।

এই রিটের ওপর ১৮ ফেব্রুয়ারি আদেশের জন্য নির্ধারণ করেছে হাইকোর্ট।

Exit mobile version